• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গৌরীপুরের শ্যামগঞ্জের সার্বজনীন শ্মশানঘাট ব্যক্তিমালিনা বলে দাবী ভূমিদস্যুদের 

  • ''
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় অবস্থিত শ্যামগঞ্জে প্রায় ৩ হাজার হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। মৃত্যু পর তাদের শেষকৃত্য অনুষ্ঠান হয় সুয়াই নদীর পাশে গড়ে উঠা শ্মশানঘাটে। প্রায় ২০০ বছর যাবত এখানেই মৃত্যু পর মৃত দেহ সৎকার করে আসছে এ অঞ্চলের হিন্দু গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে শ্মশানঘাট উন্নয়নে উদ্যোগ গ্রহণ করে শ্যামগঞ্জের হিন্দু যুবক ও নানা বয়সী ব্যক্তিরা। সার্বজনীন শ্মশানঘাট নামে একটি বোর্ড টানাতে গেলে সেখানে বাঁধা দেয় এক প্রভাবশালী পরিবার। তারা এই শ্মশানঘাট নিজেদের বলে দাবী করে এবং এখানে কোনো ধরণের সার্বজনীন বোর্ড লাগানো যাবে না বলে বাঁধা দিতে থাকে। এতে করে শ্যামগঞ্জের সকল হিন্দু ব্যক্তিগণ একযোগে এর প্রতিবাদ জানায়। প্রায় ২০০ বছরের পুরানো শ্মশানঘাট কিভাবে ব্যক্তিমালিকানা হয় এ প্রশ্ন জানতে চায়।

হঠাৎ করে ব্যক্তিমালিকানা দাবী করতে থাকা শশ্মানঘাট কে রক্ষায় সকল হিন্দু ব্যক্তিগণ একত্রিত। সার্বজনীন এ শ্মশানঘাট সকল হিন্দুদের জন্য এটা ব্যক্তিমালিকানা হতে পারে না। শ্মশানঘাটের উন্নয়নে যখন সবাই কাজ করছে তখন কতিপয় এক পরিবার সেই জায়গা নিজেদের দাবী করবে তা হতে দেয়া যাবে না বলে জানায় এলাকাবাসী। সরকারি সাহায্যে শতবছরের পুরনো শ্মশানঘাট কেন্দ্রীয় শ্মশান নামে  উন্নয়নের জন্য নানা ধরনের প্রদক্ষেপ গ্রহণ করছে শ্যামগঞ্জের সকল হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিরা। অতি দ্রুত সময়ের মাঝে শ্মশানঘাট উন্নয়নের সরকারের সু-দৃষ্টি কামনা করছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads